পানছড়িতে অবৈধ গাঁজা সহ ৩ জন আটক।

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িতে অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে মাদকদ্রব্য গাঁজা পাচারের সময় পৃথক পৃথক অভিযানে তিন মাদক কারবারি’কে আটক করে থানার পুলিশ।
থানা সুত্র জানায় গত ১৬ ফেব্রুয়ারী দিবাগত রাতে এসআই প্রতীক পাল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পানছড়ি থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে মাদকদ্রব্য সহ আসামিদেরকে আটক করা হয় । আটকৃতরা উপজেলার সদর ইউনিয়নের বাত্যা পাড়া গ্রামের চিক্কো চাকমা (৩৪), পিতা-অনিল বিকাশ চাকমা, টিএন্ডটি টিলার তপন ত্রিপুরা (৩৮), পিতা-নিরমল ত্রিপুরা ও চেঙ্গী ইউনিয়নের রমনী মোহন পাড়ার খজেন্দ্র ত্রিপুরা (৩২), পিতা-সলেন্দ্র ত্রিপুরা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদদীন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে । ১৭ ফেব্রুয়ারী ২০২৫ বিধি মোতাবেক খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো করা হয়েছে।