নাইক্ষ্যংছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান : ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্ব পরিবারকে নির্মম ভাবে হত্যা ,২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলা ও ২১ আগষ্টে বাংলাদেশ আওয়ামিলীগ সভাপতি, দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলা প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩১ আগষ্ট ২০২২ বিকালে দলীয় কার্যালয় হতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সড়ক, রেস্টহাউজ সড়ক হয়ে পুরাতন বাস ষ্টেশন হয়ে উপজেলা প্রশাসনের মুক্ত মঞ্চে এসে জনসভায় পরিনত হয়।
মুক্ত মঞ্চ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শফি উল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বান্দরবান জেলা আওয়ামী লীগ যুগ্ন- সম্পাদক,বান্দরবান জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুহাম্মদ আবু তাহের কোম্পানি, মু,তসলিম ইকবাল চৌধুরী, দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ ইমরান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন মেম্বার, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল সাত্তার,শ্রমিক লীগ সভাপতি মুহাম্মদ জহির উদ্দীন, যুব মহিলা লীগ সভাপতি সানজিদা আক্তার রুনা, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফাহিম ইকবাল চৌধুরী খাইরু প্রমুখ।
এছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বদর উল্লাহ বিন্দু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজা উল করিম এবং হাজী এম এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি এন,এম সেলিম ও সাধারণ সম্পাদক ইফতেখার আবরারের নেতৃত্বে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের হয়।