Breakingঅপরাধসারাদেশ

তাড়াইলে ১ কেজি গাঁজা সহ ব্যবসায়ী গ্রেপ্তার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, তাড়াইল (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের তাড়াইলে গাঁজাসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ ডিপি পুলিশ।

জানা গেছে,১৭ মার্চ বুধবার রাত ১০ টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এসআই রাজীব আহমেদ পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাররং গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী মো.বাবুল মিয়াকে গ্রেপ্তার করে তাড়াইল থানায় নিয়ে আসা হয়।

এসআই রাজীব আহমেদ পিপিএম বলেন,বাবুল মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।বুধবার রাতে অভিযান চালিয়ে বাবুলের হাতে থাকা একটি বাজার করার ব্যাগে দুইটি পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজাসহ হাতেনাতে ধরতে সক্ষম হই। আসামীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ৯(ক) ধারা অনুযায়ী তাড়াইল থানায় একটি মাদক মামলা রুজু করার পর বৃহস্পতিবার দুপুরে ধৃত আসামীকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button