জাবি প্রতিনিধি :
ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে স্বৈরাচার সসরকারের পতন হয়েছে। প্রায় দেড় হাজারের অধিক শহীদ ও ২২ সহস্রাধিক আহতের বিনিময়ে সংঘটিত হওয়া এই জুলাই বিপ্লবে খালি হয়েছে অনেক মায়ের বুক,উঠেছে বাবার কাধে ছেলের লাশ, ভাইয়ের জন্য কেঁদে কেঁদে দিশেহারা হয়েছে অনেক বোন, বাদ পড়েনি ছোট্ট শিশুরাও। সেই জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল আয়োজন করেছে নাইট ফুটবল টুর্নামেন্টের।
টুর্নামেন্টে টিমগুলোকে শহীদদের নামে নামকরণ করা হয়েছে। ৩ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যায়। শহীদ মীর মুগ্ধ ওয়ারিয়র্স শহীদ আলিফ একাদশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে তারা শহীদ শ্রাবণ গাজী একাদশকে মোকাবিলা করবে।
গতকাল রবিবার (২৪ নভেম্বর) রাত ১০ টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শহীদ আলিফ একাদশকে টিমকে টাইব্রেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শহীদ মীর মুগ্ধ ওয়ারিয়র্স। এর আগে রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে শহীদ আবু সাঈদ একাদশকে হারিয়ে ফাইনালে উঠে টিম শ্রাবণ গাজী। আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় ফাইনালে লড়বে দুটি দল।
এর আগে গত ২৩ নভেম্বর শহীদ সালাম-বরকত হলের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লব শহীদ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী ম্যাচে শহীদ ওয়াসিমকে ২ শূন্য গোলে হারিয়ে সেমি ফাইনালের পথে এগিয়ে যায়। এছাড়া গতকাল শহীদ ইয়ামিন ও শহীদ আলিফ একাদশের মধ্যে তুমুল লড়াইয়ে ৩-৩ এ ড্র হয়। কিন্তু পূর্বের ইকুয়েশনে শহীদ আলিফ একাদশ এগিয়ে থাকায় সেমিফাইনালে সুযোগ পায় শহীদ আলিফ একাদশ। এছাড়া টুর্নামেন্টের অপর দল শহীদ ইয়ামিন গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়।
আয়োজকেরা জানান, জুলাই বিপ্লবে সাভ্র অঞ্চল থেকে শহীদ হওয়া তিনজন ( শহীদ আলিফ, শ্রাবণ গাজী ও ইয়ামিন), প্রথম শহীদ আবু সাঈদ, ২য় শহীদ চট্টগ্রামের ওয়াসিম ও আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করা শহীদ মীর মুগ্ধর নাম বাছাই করা হয়েছে। আন্দোলনে যাদের অবদান ছিল অগ্রগামী।
জুলাই বিপ্লবের শহীদদের স্বরণ করে জার্সি তৈরি করে ফাইনালিস্ট টিম শহীদ মীর মুগ্ধ ওয়ারিয়র্স। বুকের বাম অয়াশে বিশ্ববিদ্যালয়ের লগো, ডান পাশে মীর মুগ্ধের সেই আন্দোলনে পানির কেস হাতে করে সবাইকে উদ্দেশ্য করে উচ্চারিত সেই ধ্বনি “এই পানি লাগবে, পানি?” স্থান পেয়েছে। এছাড়া টিমের জার্সি ডিজাইন করা হয়েছে শহীদদের নাম খচিত করে। জার্সিতে প্রায় আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদসহ, সাভার এলাকার শহীদদের নাম ও শহীদ সাংবাদিকদের নাম দেয়া হয়েছে। শহীদ মীর মুগ্ধ ওয়ারিয়র্স টিম তার এই জার্সির মাধ্যমে জুলাই বিপ্লবে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।
টুর্নামেন্টে শহীদ মীর মুগ্ধ ওয়ারিয়র্স টিমকে স্পন্সর করেছে ট্রাস্টি শপ। এই শপের মালিক হাফিজুর রহমান মিশুক।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল হালিম। তিনি শিক্ষার্থীদের ও খেলোয়াড়দের কাছে সুষ্ঠু ও সুন্দর একটি টুর্নামেন্টের প্রত্যাশা করেছেন।