Breakingখাগড়াছড়িসারাদেশ

জন কল্যাণ মূলক কর্মসূচীর আওতায় দুঃস্থদের মাঝে আর্থিক ও বিবিধ সামগ্রী প্রদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি , খাগড়াছড়ি  :
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ৩ বিজিবি লোগাং জোনের পক্ষে দুঃস্থদের মাঝে আর্থিক ও বিবিধ সামগ্রী প্রদান করা হয়েছে।

 

 

১৪ মে ২০২৪, মঙ্গলবার সকালে লোগাং জোন (৩ বিজিবি ) সদর দপ্তরে জোন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি উপস্থিত থেকে শ্যাম চরন কারবারী পাড়া এলাকার বৌদ্ধ বিহার পুনঃ নির্মাণের জন্য আর্থিক অনুদান, অসুন্থ রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহের আর্থিক অনুদান, সেলাই কাজ জানা দুঃস্থ ও অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান এবং দুঃস্থ পরিবারকে ঢেউটিন প্রদান করেন।

 

 

লোগাং বাজার এলাকার রোজিনা আক্তার বিজিবি থেকে সেলাই মেশিন পেয়ে জানায় , হাতের কাজ জানা থাকার পরও টাকার অভাবে সে একটি সেলাই কিনতে পারছিলো না। অবশেষে ৩ বিজিবি-র কাছে আবেদন করলে আজ তাকে নুতন সেলাই দিলো্ এতে তার কর্মের মাধ্যমে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে।

শন টিলার সানু বিবি ও কেষ্ট মনি পাড়ার রবিন্দ্র ত্রিপুরা জানায় , বর্ষা চলে আসছে । অর্থের অভাবে ঘরের ছানি দিতে না পারায় দুঃশ্চিন্তায় ছিলাম। বিজিবি তাদের সামর্থ অনুযায়ী টিন কিনে দিয়েছে। এতে তারা সন্তুষ্ট ।

 

৩ বিজিবি -র জোন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি জানান, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের সেবামুলক কার্যক্রম অব্যাহত থাকবে ।

Related Articles

Back to top button