Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

গুইমারাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি  :
দেশব্যাপী অভিযানের ঘোষণার পরপরেই খাগড়াছড়িতে চার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও “অপারেশন ডেভিল্ট হান্ট” অভিযানের ঘোষণার পর শনিবার দিবাগত রাতে জেলার গুইমারা উপজেলায় বড় পিলাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

 

আটককৃত গুইমাররার বড়পিলাক গ্রামের অহিদ মিয়ার ছেলে মোঃ সেলিম, মোফাজ্জলের ছেলে আঃ রহিম প্রকাশ রিপন, বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বাবুল মিজির ছেলে সোহাগ মিজি ও মৃত আব্বাস আলীর ছেলে আজিজুল। আটক ৪ জনই ছাত্রলীগের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

 

 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের অংশ হিসেবে গুইমারা বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে । ০৯ ফেব্রুয়ারী ২০২৫ রোববার আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button