কৃষিখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে বাড়ির আঙ্গিনায় সবজি চাষ প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছগি মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ চক্রের সুফল ভোগীদের আইজিএ প্রশিক্ষণ (বাড়ির আঙ্গিনায় সবজি চাষ)’র উদ্বোধন করা হয়েছে।

 

 

১৫জুলাই সোমবার সকালে বাস্তবায়নকারী সংস্থা আনন্দ’র আয়োজনে খাগড়াছড়ি জেলা সদরস্থ পেরাছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।

 

উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম বলেন, সুস্থ্য ও সবলভাবে বেঁচে থাকতে পুষ্টিকর খাবার খাওয়া অতীব জরুরী। একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক ৩০০ গ্রাম ৭ সবজি খাওয়া প্রয়োজন। কিন্তু আমরা গড়ে মাত্র ১৮০ গ্রাম শাকসবজি খেয়ে থাকি। এর কারণে এ দেশের কোটি কোটি মানুষ দৈহিক-মানসিক অসুখে ভুগছে। এর মধ্যে বেশির ভাগই হচ্ছে শিশু এবং নারী। শাকসবজি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়াও সব ধরনের পুষ্টি সরবরাহ করে থাকে। বাংলাদেশের মোট আবাদি জমির প্রায় পাঁচভাগের সমপরিমাণ জমি নিয়ে প্রায় দেড় কোটি বসতভিটা রয়েছে। প্রায় সকল বসতবাড়ির আঙিনায় কম বেশি খোলা জায়গা থাকে। এসব বসতভিটায় বন্যার পানি প্রবেশ করে না, বর্ষায় পানি জমে না।তাই অনায়াসে এসব বসতবাড়িতে সারা বছর শাকসবজি চাষ করা যায়। এতে করে পারিবারিক পুষ্টির চাহিদা মিটানোর পাশাপাশি বাড়তি আয়েরও ব্যবস্থা করা যায় এবং পারিবারিক শ্রমের সুষ্ঠু ব্যবহারের পাশাপাশি নারীর শ্রমের অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজস্ব কর্মসংস্থান এবং ক্ষমতায়ন বৃদ্ধি করা যায় মন্তব্য করেন তিনি।

 

এ কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ চক্রের সুফলভোগীদের আইজিএ প্রশিক্ষণে প্রতিটা ব্যাচে ৪০জনকে ৬টি ব্যাচে ৩দিন করে মোট ২৪০জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা,আনন্দ অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ বালা,আনন্দ’র প্রজেক্ট ম্যানেজার আলোক প্রদীপ ত্রিপুরা (বিপন) প্রমূখ।

Related Articles

Back to top button