কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের বন্দিদের ঈদের উপহার দিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার , কুমিল্লা :
পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের বন্দিদের ঈদের উপহার হিসেবে ৫শ লুঙ্গি দিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
১৬ এপ্রিল ২০২৩ রবিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লা -আল-মামুন এর কাছে তিনি ঈদ উপহার হস্তান্তর করেন। এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান উপস্থিত ছিলেন।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন,ঈদের দিন সবাই নতুন পোশাক পরলেও বন্দীরা এ সুযোগ থেকে অনেক সময় বঞ্চিত হয়ে থাকে। ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে খুশি। তাই তাদের মাঝে এই উপহার তুলে দিতে পেরে আমি আনন্দিত।
তিনি আরো বলেন,পরিবার-পরিজন ছাড়া ঈদ উদযাপন করতে হয় বন্দীদের। এতে তাদের মনের মধ্যে যে দুঃখ কাজ করে থাকে তাতে আমরাও দুঃখিত হই। ঈদের বিশেষ একটা দিনে তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিছুটা হলেও আমি তৃপ্তি পাবো। তারা সংশোধিত হয়ে নতুন ও সুন্দর একটি জীবন গড়ে তুলবেন, এটা আমাদের প্রত্যাশা।