Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ
নোয়াখালীতে অসহায় কৃষকের ফসল ঘরে তুলে দিল ছাত্রলীগ
![](https://chengidarpon.com/wp-content/uploads/2023/04/ছাত্রলীগ.jpg)
চেঙ্গী দর্পন প্রতিবেদক, নোয়াখালী :
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেথ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের আহবানে দেশব্যাপী অপেক্ষাকৃত কম ভাগ্যবান কৃষকের খেতের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এরই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিত সাদমান রাহাতের নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে নোয়াখালীর কবিরহাট উপলোর ধান শালিক ইউনিয়নের চর নলুয়া এলাকার কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
কৃষক মো: ইউছুফ, মো: আলমগীর, মো: আবদুল আউয়াল ও মো: শাকির জানান, ধান কাটা শ্রমিক ও অর্থ সংকটে খেতের পাকা ধান কাটা নিয়ে হিমশিম খাচ্ছে। খবর পেয়ে ছাত্রলীগ তাদের খেতের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়। তারা কৃতজ্ঞতা জানায় ছাত্রলীগকে ।