Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

সার্বজনীন বাণী অর্চণা উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরন

চেঙ্গী দর্পন প্রতিবেদক , পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলার প্রত্যন্ত ও দুর্গম মরাটিলা এলাকায় সার্বজনীন বাণী অর্চণা উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়েছে।

 

২৬ জানুয়ারী ২০২৩ বৃহস্পতিবার মরাটিলা নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যাদেবী সরস্বতী স্মরণে সার্বজনীন বাণী অর্চণা উদযাপন উপলক্ষে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দিনব্যাপি আয়োজনে উপজেলা ত্রিপুরা কল্যান সংসদের সভাপতি বাদশা কুমার ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য অমর চান ত্রিপুরা (কাখারাং) , মরাটিলা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানজয় ত্রিপুরা , ইউপি সদস্যা  হালিমা আক্তার, খালেদা বেগম, সাবেক ইউপি সদস্য শিবুজয় ত্রিপুরা সহ স্থানীয় কার্বারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

দুপুরে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজেতাদের মাঝে আমন্ত্রিত অতিথিগন পুরস্কার তুলে দেন। এছাড়াও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যাদেবী সরস্বতী স্মরণে আরাধনা অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button