শিক্ষার্থী ও দুস্থদের পাশে খাগড়াছড়ি সেনা রিজিয়ন
পাহাড়ে মানবতার হাতছানি

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থী সহ দুস্থদের চিকিৎসা, বাসস্থান ও শিক্ষায় সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন প্রায় ৪০ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে অনুদানের চেক বিতরণ করেন। অনুদানের আওতায় চিকিৎসা ব্যয়, ঘর নির্মাণ, শিক্ষার্থীদের পড়াশোনা এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন উদযাপনে গির্জার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় মেজর কাজী মোস্তফা আরেফিন বলেন, এই সহায়তা যেন উপকারভোগীদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি বলেন, পাহাড়ের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাবে।
অনুষ্ঠানে সহায়তা পাওয়া অসহায় শিক্ষার্থী, প্রতিবন্ধী ও দুস্থ পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




