পানছড়িতে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোল্লাপাড়া গ্রামের শিক্ষার্থী ইয়াসমিন আক্তারের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সুবিধার্থে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ইদ্রিস আলীর উপস্থিতিতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
ইয়াসমিন আক্তার পানছড়ি সিনিয়র আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। আর্থিক সংকটের কারণে তার পিতা ডালিম মিয়া দীর্ঘদিন ধরে মেয়ের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছিলেন। এর ফলে ইয়াসমিনের টেস্ট পরীক্ষার ফি, মাসিক বেতনসহ প্রায় এক বছরের বকেয়া বেতন জমে যায়। বিষয়টি জানতে পেরে ওয়াদুদ ভুইঁয়া মহোদয়ের নির্দেশনায় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম খলিল, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আমির হোসেন,উল্টাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,ও স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তফা কামাল।




