ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজন করা হলো শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। সম্প্রতি থেকে দিনব্যাপী খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতায় ছিল খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল।
শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং জরুরি মুহূর্তে রক্তদান কার্যক্রমকে সহজতর করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। দিনব্যাপী কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নেয় এবং বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
এ সময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহেদুল হোসেন সুমন, খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো: সাইদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মানবিক কাজে উদ্বুদ্ধ করা এবং রক্তদানে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে জন্মদিনকে সামাজিক কার্যক্রমের মাধ্যমে অর্থবহ করে তোলার লক্ষ্যও তুলে ধরেন তারা।
ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। জরুরি মুহূর্তে রক্ত দিতে কিংবা নিতে এটি বড় ভূমিকা রাখে। তাই এ কর্মসূচি শিক্ষার্থীদের উপকারে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
দিনব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত শিক্ষার্থীরা বিনামূল্যে এ সেবা দিতে পারায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মানবিক সেবামূলক এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন।




