পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

অসহায়, অতিদরিদ্র ৬৪২ পরিবার পেল খাদ্য বান্ধব চাউল

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান :

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচী আওতায় দু:স্ত অসহায়, অতিদরিদ্র, দুর্যোগের ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভূক্ত কার্ডধারী প্রতি কেজি ১৫ টাকা হারে ৩০ কেজি ৬শত ৪২ পরিবার পেল খাদ্য বান্ধব চাউল।

 

 

 

সোমবার ২৭ অক্টোবর সকালের উপজেলার সদর ইউনিয়নের থানচি বাজারে খাদ্য বান্ধব চাউলের সরকারী ভাবে নিয়োগ প্রাপ্ত বিক্রেতা ডিলার মো: নেয়াজুর রহমানের গুদাম প্রাঙ্গনের এ সব চাউল বিতরণ করা হয়।

 

 

ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, জাতীয় দুর্যোগ মন্ত্রনালয়,উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যৌথ সমন্বয়ের বরাদ্ধের অনুকুলে থানচি সদর ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়ন করেন।

 

 

বিতরণের সময় সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, উপজেলা প্রশাসনের নিয়োগ প্রাপ্ত ট্যাগ অফিসার সমাজ সেবা অধিদপ্তরের সুপার ভাইজার মো: আমিন উল্লাহ, ইউপি মহিলা মেম্বার হ্লাহ্লায়ি মারমা, নুচিংপ্রু মারমা,রিংকো ম্রো, ডেভিট ত্রিপুরা,মেখয় মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button