পানছড়িতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির পানছড়িতেও মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার সকালে প্রথম প্রহরে উপজেলার শহীদ মিনারে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দানকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুভ সূচনা হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
পরে সকাল সাড়ে ৯ টায় উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হস্ত শিল্প মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ।
১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধাদের সম্মানে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মানিত করা হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, শফিউল্লাহ ও মুক্তি যোদ্ধা কমান্ডের সদস্যগন, উপজেলা প্রকৗশলী রেজাউল করিম,পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উলাহ,পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা নিতু দেওয়ান, জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, মৎস বিষয়ক কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ নুরুজ্জামান, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মনির ভুইয়া, কলেজ – মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগন। সরকারি কর্মকর্তা গন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অপর দিকে, পানছড়ি বাজার থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি শাখার সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে এক বর্নাঢ্য র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জিয়া স্কোয়ারে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধের বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।