পানছড়িতে বিএনপি-র মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলা বিএনপি-র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট ২০২৪, বুধবার বিকালে পানছড়ি বাজার এলাকায় উপজেলা বিএনপি-র উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপি-র যুগ্ন সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আবু তালেব , দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার মনি ,আইন বিষয়ক সম্পাদক এড.বেদারুল ইসলাম ,ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু , পানছড়ি উপজেলা বিএনপি-র সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামি বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো: জাকির হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ নুরুজ্জামান। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী , সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম , দপ্তর সম্পাদক মোঃ সোলাইমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সেলিম , উপজেলা ছাত্রদল সভাপতি দিদারুল আলম, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব সাইদুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, ভোটার বিহীন রাতের ভোটের ফ্যাস্টিস শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে দিনের আলোয় পালিয়ে গেছে। এখন তার দোসররা চোরের মত লুকিয়ে লুকিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। সাধারন জনগন তা যে কোন মুল্যে প্রতিহত করবে। প্রত্যেকেই নিজ নিজ এলাকায় সচেতন থাকুন , যেনো দুস্কৃতিকারীরা দেশে ও সরকারী সম্পদের ক্ষতি করতে না পারে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নৈরাজ্য সৃস্টিকারী দুস্কৃতিকারীদের মোকাবেলা করবো। এরা বিভিন্ন উপসনালয়ে ও বাড়ীঘরে লুটপাট ও হামলা চালিয়ে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করতে পারে। কাজেই নৈরাজ্য সৃস্টিকারী দের আটক করে প্রসাশনের হাতে তুলে দিন। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার যত তাড়াতাড়ি দেশের স্তিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে । তত তাড়াতাড়ি একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব তুলে দিবে।
বক্তারা অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে স্বৈরাচার শেখ হাসিনা দেশের সম্পদ লুন্ঠন করে যে সকল অর্থ পাচার করেছেন তা ফেরত আনার আহবান জানিয়ে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা গুলি চালিয়েছে । তাদের বিচার করতে হবে।
পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো লোক শেখ হাসিনার ফাঁসি চাই শ্লোগান দিয়ে মতবিনিময় সভায় অংশ গ্রহন করে। এছাড়াও পানছড়ি উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।