Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিয়ানমারের সংঘর্ষের ভয়ে টেকনাফ সেন্টমার্টিনে নৌপথ বন্ধ

স্টাফ রিপোর্টার ,কক্সবাজার :
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘীরে দিনভর দেখা মিলেছে বিমানের চক্কর। একই সঙ্গে টানা বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে সীমান্তের এপারে। মংডু শহরের আশপাশে বিমান যোগে মর্টার শেল ও ভারী গোলার নিক্ষেপের ভয়ে সেন্টমার্টিন টেকনাফ নৌযান চলাচল বন্ধ রয়েছে।

 

দীর্ঘ এক মাস পর সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল শুরু হলেও ৮ জুলাই সকাল ১০ টায় টেকনাফ সেন্টমার্টিনের যাত্রীরা ঘাটে আসলেও ট্রলার – স্পিডবোট মালিকরা সেন্টমার্টিনের উদ্দেশ্যে ভয়ে যেতে রাজি হয়নি।

 

ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ জানান, টেকনাফ সীমান্ত মিয়ানমারের সংঘর্ষের কারণে শাহপরীর দ্বীপ জেটি থেকে আজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি। সেন্টমার্টিন থেকে একটি ট্রলার সোমবার দুপুরে নিরাপদে টেকনাফে পৌঁছেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল (মঙ্গলবার) নৌরুটে ট্রলার ও স্পিড বোট চলাচল শুরু করবে।

Related Articles

Back to top button