পানছড়িতে ৫ অঙ্গ সংগঠনের ডাকা ছাত্র ধর্মঘট পালিত
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ সহ আরো ৪ সংগঠনের ডাকা ছাত্র ধর্মঘটের অংশ হিসাবে পানছড়িতে সদর এলাকার বাহিরের শিক্ষা প্রতিষ্ঠান সমুহে ছাত্র-ছাত্রীরা শ্রেণী কাযর্ক্রমে অংশ গ্রহন করে নাই। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই ছাত্র-ছাত্রী শুন্য ছিলো।
বিপুল চাকমা সহ চার তরুণ নেতা হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের আহবানে ১১ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার খাগড়াছড়ি জেলায় এই ছাত্র ধর্মঘট পালিত হয়েছে।
সদর এলাকার সকল প্রাথমিক – মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা ছাড়া উপজেলার পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, নালকাটা ,পুজগাং লোগাং উচ্চ বিদ্যালয় সহ বাকী সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সমুহ ছাত্র-ছাত্রীর উপস্থিতি ছিলো শুন্য ।
অপরদিকে ছাত্র ধর্মঘট সফল হওয়ায় দুপুরে চেঙ্গীতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) -র পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনিল ময় চাকমা নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চেঙ্গী ইউনিয়নের বাজার হতে পজিগাং মুখ উচ্চ বিদ্যালয় প্রদক্ষিণ করে পুজগাং উপর বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে পিসিপি -র উপজেলা সভাপতি সুনিল ময় চাকমা বলেন, শহীদ বিপুল-সুনীল-লিটন ও রুহিন দের হত্যাকারীদের এখন পর্যন্ত প্রশাসন গ্রেফতার করেনি। বরং সরকারের প্রশ্রয়ে মুখোশদের দৌরাত্ম বেড়েছে। এছাড়া জেলা-উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের আন্দোলনের ভয়ে সরকারের নজরদারি, মুখোশদের কর্তৃক শিক্ষার্থীদের অপহরণ ও হুমকি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা চলতে থাকলে কোন শিক্ষার্থীর পক্ষে স্বাভাবিকভাবে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা অধিকার নিয়ে সম্মানের সাথে বাঁচতে চাই। নিজের পাড়া-গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।