Breakingজাতীয়সারাদেশ

বন্যা ও নদী ভাঙ্গনের ঝুঁকি মাথায় রেখেই করোনা সংকটের মধ্যেও কাজ করছে সরকার

পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম বলেছেন, নদী মাতৃত বাংলাদেশে বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাঙ্গনের ঝুঁকি মাথায় রেখেই সরকার করোনা সংকটের মধ্যেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১৯ এপ্রিল থেকেই বর্ষার ঝুঁকির কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকটের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের ভাঙ্গন প্রবন এলাকার বাঁধের কাজ ও বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড।
বুধবার দুপুরে জেলার নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় পদ্মার ডানতীর রক্ষা বাঁধ কাজের অগ্রগতি পরিদর্শন কালে মন্ত্রী এ সব কথা বলেন। তিনি আরও বলেন, সিজিআইএফ এর রিপোর্ট অনুযায়ী নড়িয়াকে এ বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের ঝুঁকির বাইরে রেখেছে। তার পরেও আমরা ভাঙ্গন রোধে তৎপরার সাথে কাজ চালিয়ে যাচ্ছি। দেশের উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব জেলাগুলির বন্যার পানি নামতে শুরু করায় জুলাই মাস পর্যন্ত আমাদের এ অঞ্চলসহ মধ্যাঞ্চলে বন্যার সতর্কতা জানিয়েছে পুর্বাভাস কেন্দ্র। আমরা আশা করছি এ মাস পরেই দেশের বন্যার ঝুঁকি কমে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা-পরিচালক (পশ্চিম) মো: হাবিবুর রহমান, চীফ মনিটরিং কাজী তোফায়েল হোসেন, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, তত্বাবধায়ক প্রকৌশলী, ফরিদপুর আব্দুল হেকিম, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব প্রমুক।
পরে মন্ত্রী ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে সুরেশ^র-নড়িয়- জাজিরা সড়কের ৩৯০ মিটার আরসিসি সড়ক ও ড্রেনের ফলক উন্মোচন করেন। এ ছাড়াও তিনি নড়িয়া উপজেলা পরিষদে এক বিশেষ সভায় যোগদান করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button