মিরসরাইয়ে বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম :
মিরসরাইয়ে ২০ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
২৮ জানুয়ারি ২০২৪ রোববার বিকেলে উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিক্সা থেকে এসব মদ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. রিপন (৩৫) হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের আমির হোসেনের পুত্র।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিদেশী মদ পাচার হচ্ছে এমন গোপন তথ্য পেয়ে বিভিন্ন গাড়ী তল্লাশী করা হয়। এ সময় রেজিষ্ট্রেশন বিহীন একটি সিএনজি চালিত অটো রিক্সায় তল্লাশী করে ২০ বোতল বিদেশী মদ উদ্ধার সহ পাচারকারিকে আটক করা হয়েছে। রিপন গাড়ী চালানোর পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মদগুলো চট্টগ্রাম শহর থেকে ফেনী শহরে নিয়ে যাওয়া হচ্ছিলো। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।