পানছড়িতে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িতে শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৮ অক্টোবর ২০২৩ বুধবার সকালে পানছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি কার্যালয়ের সার্বিক সহযোগিতা র্যালী ,পরিষদ মিলনায়তনে সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকালে এক বর্নাঢ্য র্যালী শেষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়, পরবর্তীতে উপজেলা পরিষদের মিলনায়তনে বড় পর্দায় কেন্দ্রীয় ভাবে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন ও শেখ রাসেল পদক অনুষ্ঠান উপভোগ, শিশুদের চিত্রাংক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা,পানছড়ি থানা অফিসার ইনচার্জ হারুনর রশীদ, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরুপ চাকমা , জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর আহমেদ মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ , উপজেলা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি কর্মকর্তা বাবলী খীসা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।