Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, খাগড়াছড়ি :
শান্তি, সুখ ও গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়ে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” সাধারণ মানুষের মাঝে তুলে ধরা এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।

 

 

 

১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার পানছড়ি উপজেলার ৩ নং সদর ইউনিয়নের ৫ নং দমদম ওয়ার্ডের পুরাতন শাওতাল পাড়া ও লোকনাথ মন্দির এলাকা জুড়ে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

 

 

এ সময় পানছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মহরম আলী, সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি এবং মোঃ মমিনূল ইসলাম সোহেল-এর নেতৃত্বে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন।

 

 

 

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া-এর নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

নেতাকর্মীরা বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি’র এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধানের শীষের মাধ্যমেই দেশের শান্তি ও জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।”

 

লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় বলে জানান আয়োজকরা।

Related Articles

Back to top button