Breakingচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

হালদা নদীতে ডিম সংক্রান্ত সচেতনতা মূলক প্রস্তুতি সভা

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,হাটহাজারী , চট্টগ্রাম : দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস প্রজননক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে আসন্ন প্রজনন মৌসুমে ডিম সংগ্রহ সংক্রান্ত সচেতনতা মূলক ও প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে মঙ্গলবার (১৯এপ্রিল) উত্তর মাদার্শা ইউনিয়নস্থ মাছুয়াঘোনা হ্যাচারীতে ডিম সংগ্রহকারীদের সাথে সম্পন্ন হয়েছে।

সভায় সকলের মতামতের ভিত্তিতে ডিম সংগ্রহ চলাকালীন সময়ে নদীতে পরিদর্শনের নামে কোন ট্রলার বা ইঞ্জিচালিত নৌকা না চলা , হ্যাচারীতে অস্থায়ী সি. সি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পানির ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ বিকল্প হিসেবে জেনারেটর, সেলু পাম্প এবং ডিম রক্ষার্তে দৈনিক নদীর পানি পরীক্ষা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর, (অতিঃ দায়িত্ব) স্থানীয় চেয়ারম্যান মোঃ শাহেদুল আলম, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা প্রমূখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button