খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি  :
রমজানকে সামনে রেখে দ্রব্যমূল নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাজার মনিটরিংয়ে নেমেছে প্রশাসন। দাম বেশি রাখায় তিনটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

১১ মার্ ২০২৪ সোমবার বিকেলে উপজেলার মানিকছড়ি বাজার( রাজবাজার) মনিটরিং করতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ও বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল উপস্থিত ছিলেন।

 

মুদি দোকান, ফলের দোকান ও মোরগের দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে তিনটি মামলায় ৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল দোকানে বাধ্যতামূলক মূল্য তালিকা ঝুলানো ও অযথা মূল্য বৃদ্ধি না করে কম লাভে মালামাল বিক্রি করার জন্য সকল দোকানদারকে সর্তক করা হয়।

Related Articles

Back to top button