Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

সীতাকুণ্ডে রডবাহি লরিতে আগুন ,অভিযানে বিএনপির চার নেতাকর্মী গ্রেপ্তার

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,সীতাকুণ্ড , চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবরোধকারীদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে পুড়েছে সাংসদ দিদারুল আলমের রডবাহি লরি। এই ঘটনায় লরি চালক ও তাঁর সরকারি গুরুতর আহত হয়েছে।

 

১ নভেম্বর ২০২৩ বুধবার বিকেল চারটায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরস্থ মীরেরহাট বটতল (পন্থিছিলা) এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আহত লরি চালক ও সহকারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

 

এদিকে অবরোধকালে মহাসড়কে নাশকতার পরিকল্পনাকালে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে আবুল খায়ের ইকবাল (৩৮),মো.সাজ্জাদ হোসেন মামুন (২২),ইকবাল হোসেন ওরফে খোকন (৩০) ও শফিকুল ইসলাম সোহেল (৩৬) নামে বিএনপি’র চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,বিকেলে অবরোধকারীরা হঠাৎ মহাসড়কে অবস্থান নিয়ে ঢাকামুখী একটি রডবাহি লরিতে পেট্রোল বোমা ছুড়ে মারেন। এ সময় অবরোধকারীদের ছোঁড়া পেট্রল বোমায় চালক ও চালকের সহকারি আহত হওয়ার পাশাপাশি পুরো লরিতে দাও দাও করে আগুন জ্বলে উঠে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন ও সীতাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ ঘটনাস্থলে ছুটে যান। একই সময়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলালের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন । প্রায় আট ঘণ্টা অগ্নি নির্পাপনে পানি ছিটানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবরোধ কারী দের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে পুড়ে যাওয়া গাড়িটির মালিক সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম। গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

অবরোধকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় পুড়ে যাওয়া লরিটি নিজের বলে স্বীকার করেন সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম। তিনি বলেন,দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি-জামাত অবরোধের নামে ফের অগ্নি সন্ত্রাস চালাচ্ছে। তাঁরা মহাসড়কে গাড়ি পোড়ানো সহ নানা ধরনের সহিংস কর্মকান্ড করে মানুষের মনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের এই অগ্নি সন্ত্রাসকে মানুষ এখন আর ভয় পায় না। শুধু একটা গাড়ি নয়,অবরোধকারীরা তাঁর দশটা গাড়ি পুড়িয়ে দিলেও মহাসড়কে স্বাভাবিক থাকবে গাড়ি চলাচল।

 

সীতাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন,অবরোধকালে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অবরোধকারীরা মহাসড়কে চলা সাংসদের একটি লরিতে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। এতে অবরোধকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় গাড়িটি পুড়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ওসি তোফায়েল আহমেদ আরো বলেন,বিএনপি-জামাতের সন্ত্রাসীরা অবরোধকে পুঁজি করে মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এমন খবর পেয়ে মঙ্গলবার রাতভর অভিযান চালানো হয়। অভিযানকালে জঙ্গল সলিমপুরের গহীন পাহাড়ের ভেতরে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবদল নেতা শফিকুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও রাতে উপজেলার বাড়বকুণ্ডে অভিযান চালিয়ে বিএনপি’র আরো তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button