চট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক তরুনের মর্মান্তিক মৃত্যৃ

স্টাফ রিপোর্টার ,ফটিকছড়ি ,চট্টগ্রাম:
চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফটিকছড়ির তরুণ জুনায়েদ (২২) শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জুনায়েদ ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রফিক সওদাগর বাড়ির জাফর হোসেনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বায়েজিদ লিংক রোড দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জুনায়েদ এর মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

এদিকে,জুনায়েদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তারা বর্তমানে চমেক।হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles

Back to top button