দুর্ঘটনাপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডের বসত ঘর পুড়ে ছাই

চেঙ্গী দর্পন প্রতিবেদক,রোয়াংছড়ি ,বান্দরবান :
জেলার রোয়াংছড়ি উপজেলা ৪নং নোয়াপতং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সোনাইসেপ্রু পাড়া ৫ পরিবারের বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

 

২২ ফেব্রুয়ারি ২০২৪ ,বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সোনাইসেপ্রু পাড়া বাসিন্দার শৈপাইখয় মারমা মেয়ে মিসাংপ্রু মারমা, উহ্লা মারমা ছেলে অংশৈথুই মারমা, অংসা মারমা ছেলে শৈথুইঅং মারমা, নিথোয়াই মারমা, শৈপাইখয় মেয়ের ছোমাচিং মারমা।

 

স্থানীয়দের সূত্রে জানা গেছে সোনাইসেপ্রু পাড়া অগ্নিসংযোগের সময় দ্রুত সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসকে অবহিত করলেও কোন লাভ হয় নি। বরঞ্চ ব‍্যাপক ক্ষতি হয়েছে। কারণ ফায়ার সার্ভিস লোক খবর পেয়ে আসলেও সোনাইসেপ্রু পাড়া যাওয়ার পথে নোয়াপতং খালের উপর থাকা সেতুরটি ভাঙার ও বিপদজনক হওয়ায় পাড়া পার করতে পারেননি। ফলে আগুন নিভানোর কাজে লাগেনি। ব্রীজের গোড়ায় থেকে ফিরতে হয়েছে ফায়ার সার্ভিস লোকেরা। তাই নোয়াপতং খালের উপর নতুন সেতুর নির্মাণের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান সংশ্লিষ্ট এলাকাবাসী।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতের কম্বল ও শুকনো খাবার পাঠানো হয়েছে। উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজনীয় খাদ‍্য সামগ্রী সহায়তা প্রদানের আশ্বাস দেন।

Related Articles

Back to top button