অপরাধসারাদেশ

রেলস্টেশন মাষ্টারকে কুপিয়ে মটর সাইকেল ছিনতাই

তিন যুবদল কর্মী আটক

স্টাফ রিপোর্টার, ফেনী :
ফেনীর রেলওয়ে স্টেশন মাষ্টারকে কুপিয়ে মোটর সাইকেল,মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহষ্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ২৪ জানুয়ারি, শুক্রবার সকালে মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।

 

জানা গেছে, ২১ জানুয়ারি সন্ধ্যায় সোনাগাজীর পর্যটনকেন্দ্র মুহুরী প্রজেক্টে সস্ত্রীক ঘুরতে যান রেলওয়ে ফেনীর স্টেশন মাষ্টার ইমাম হোসেন রেগুলেটর সংলগ্ন নতুন ব্রিজের পূর্ব পাশে স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়। সেখানে স্থানীয় চাঁদাবাজ ও ছিনতাইকারী শাহিন (৪৫) , আশিক মিয়াজি (৩০), সুমন (৩২) ও মাইন উদ্দিন (৫৮) গ্যাংদের কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা স্টেশন মাষ্টার ইমামকে ছুরিকাঘাত করে মোটর সাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তার স্ত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে। তখন স্টেশন মাষ্টার দ্রুত তার স্ত্রীকে নিয়ে দৌড়ে ওই এলাকা ত্যাগ করেন।

 

এ ঘটনায় পরদিন ওই চারজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্ত ভোগী স্টেশন মাষ্টার।

 

বৃহষ্পতিবার রাতে এজাহার নামীয় আসামি আশিক মিয়াজিকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়। তার তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন ও মো: রনি নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও দখল বাণিজ্যে সহ বহু অভিযোগ রয়েছে। বিশেষ করে পর্যটন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ে তারা নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের অত্যাচারে পর্যটন এলাকায় পর্যটকদের আগমন কমে গেছে। এর আগে একইভাবে এক হিন্দু পর্যটকের টাকা-পয়সা ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।

 

স্থানীয় এক ব্যবসায়ী জানান,আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা শাহিন ও তার সহযোগী যুবদলকর্মী রনি, আশিক, সুমন এবং মাইনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চাক্রের ছিনতাই ও চাঁদাবাজির কারণে ইতোমধ্যে পর্যটকদের আগমন কমে যাওয়ায় আমাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে। প্রশাসনের প্রতি আমাদের দাবি, এসব সন্ত্রাসী ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন্দ জানান, পর্যটন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Back to top button