Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে বিজিবি’র অভিযানে ভারতীয় ঔষধ ও গাঁজা জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর পৃথক দুটি অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ ঔষুধ ও গাঁজা জব্দ করেছে বিজিবি’র টহল দল।

 

মঙ্গল রাতে বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে বাংলাদেশের অভ্যান্তরে থানাঘাট নামক স্থানে গোপন সংবাদের ভিক্তিতে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় ঔষধ জব্দ করা হয়। অপরদিকে রাতে থানাঘাটে পৃথক আরো একটি অভিযানে এক চোরাকারবারিকে দাওয়া করে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এসময় চোরাকারবারি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।

 

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় ঔষধের মূল্য প্রায় ৯ লাখ টাকা। জব্দকৃত এসব ঔষধ সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করা হয় এবং জব্দকৃত গাঁজা পরবর্তীতে ধ্বংশের জন্যে ব্যাটালিয়নে জমা করা হয়েছে।

 

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button