রামগড়ে পানি শূন্য গ্রামে বিজিবির ডিপ-টিউবওয়েল স্থাপন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে পানিশূন্য একটি গ্রামের মানুষের পানির কষ্ট লাঘবের লক্ষে ডিপ-টিউবওয়েল স্থাপন করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড ব্যাটলিয়ন এর রামগড় জোন (৪৩ বিজিবি)।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন কর্তৃক উপজেলার দুর্ঘম লাচারীপাড়া গ্রামে আজ রবিবার (২৬ মার্চ) একটি ডিপ-টিউবওয়েলটি উদ্বোধন করেছেন রামগড় জোনের স্টাফ অফিসার সহকারী পরিচালক রাজু আহমেদ।
জানা যায়, সম্প্রতি স্থানীয় সূত্রে পানির কষ্টের কথা জানতে পেরে জেলার রামগড় উপজেলার লাচারীপাড়ায় বসবাসরত পাহাড়ী ৩৫টি গরীব ও দুস্থ্য পরিবারের জন্য রামগড় জোন সদর কর্তৃক প্রদানকৃত ১ টি ডিপ-টিউবওয়েল লাচারীপাড়া নামক ন্থানে স্থাপন করা হয়।
জোন অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান জানান, পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ্য জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নে রামগড় জোনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।