Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মীরসরাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ; জরিমানা আদায়

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মীরসরাই , চট্টগ্রাম  :
মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বুধবার (৬ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত বারইয়ারহাট পৌরবাজারে বারইয়ারহাট-রামগড় সড়ক ও ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বারইয়ারহাট পৌরসভা।

 

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক ও বারইয়ারহাট-রামগড় সড়কে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ফলের দোকান সহ বিভিন্ন দোকান গড়ে তোলা হয়। এছাড়া দোকানের বাইরে মালামাল রেখে ফুটপাত দখল করায় জনসাধারণের হাঁটাচলাচলে বিঘ্ন হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতে ৯টি মামলায় ৯৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সড়ক ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাজারে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে চালানোয় স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা।

 

এ সময় উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা মুলকেতুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রধান সহকারী মুহাম্মদ আবদুল হক।

 

 

মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার বলেন, জনদুর্ভোগ কমানো, পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং বাজার এলাকাকে যানজটমুক্ত রাখতে অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

Related Articles

Back to top button