মিরসরাইয়ে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ১৪ জন গ্রেফতার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
মিরসরাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত, মাদকব্যবসায়ী ও নিয়মিত মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ১ আসামী এবং অন্যান্য অপরাধে ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার মিঠানালা ইউনিয়নের নবীর দোকানের পিছনে খালি জায়গা থেকে ২শত গ্রাম গাঁজাসহ মো. ইউসুফ উদ্দিন (৩৫), মোরশেদ আলম প্রকাশ রনি (২৮), পরোয়ানাভুক্ত আসামী মোহাম্মদ জুয়েল (২৮), অন্যান্য অপরাধে মিঠানালা এলাকা থেকে রিপন (৩২), ফরহাদ হোসেন রনি (২৫), নাঈম হাসান পাবেল (২৪) গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচাজ এম. আবদুল হালিম বলেন, জিআর/সিআর সাজা পরোয়ানাভুক্ত ও নিয়মতি মামলায় মোট ৮ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার মামলা নং-০৩/২৫ এর ঘটনার জড়িত তদন্তে প্রাপ্ত আসামী মো. ইমাম হোসেন হৃদয় (২৬), এজহারনামীয় আসামী মো. হারেজ (৪০), মামলা নং-১০/২৫ এর আসামী মো. মেহেদী হাসান রাকিব প্রকাশ শান্ত (১৯), মো. শরীফ উদ্দিন (২০), মামলা নং- ১১, এর আসামী রিপন জলদাশ (২১) ৩০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ গ্রেফতার করা হয়।
এছাড়া মামলা নং-৫(৩) ২০২৩, এর ওয়ারেন্টভ‚ক্ত আসামী হৃদয় হাসান, সাধারণ ডাইরী নং-৭১২ এর আসামী মো. নুরনবী (৩৬), সিআর বন-১৮৬/২০ এর ৭ মাসের সাজাপ্রাপ্ত আসামী মো. সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




