Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

মহান বিজয় দিবসে ৩৮ বিজিবি-র শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, থানচি, বান্দরবান:
মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে মহান বিজয় দিবসে বান্দরবানের থানচি উপজেলাধীন বলিপাড়া এলাকায় বলিপাড়া জোন(৩৮ বিজিবি) শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে।

 

এ সময় স্থানীয় অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। শীত মৌসুমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কষ্ট লাঘবের লক্ষ্যে বলিপাড়া জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কালে বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম,জি, আর্টিলারি, জোনের অন্যান্য অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

 

শীতবস্ত্র প্রাপ্ত উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্য, আস্থা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

Related Articles

Back to top button