বিশুদ্ধ পানির ব্যবস্থা করণ সহ কৃষি উপকরন বিতরণ করছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত জনকল্যাণ মূলক কাজের অংশ হিসাবে বিশুদ্ধ পানির ব্যবস্থা করণ, কৃষি উপকরন বিতরণ সহ মানবিক সহায়তা প্রদান করছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি।
একই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর ২০২৫,বৃস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাউনি, অংজপাড়া,মাচ্ছ্যাছড়া শান্তিগ্রামে বিশুদ্ধপানিয় জলের সুব্যবস্থার লক্ষ্যে নলকুপ স্থাপন, গরীব ও অসহায় কৃষকের মাঝে কৃষি উপকরণ কিটনাশক স্প্রে মেশিন,উযেয়া বৌদ্ধ বিহার ও শ্মশান সংস্কারের জন্য নগত অর্থ বিতরণ করেন ৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।
জোন অধিনায়ক বলেন,আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি সবসময় পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের জনকল্যান মূলক কার্যক্রম সহ এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের মৌলিক প্রয়োজন পূরণে বিজিবির মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিতরণকালে জোন উপ অধিনায়ক মেজর ইমরুল কায়েস, সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারগন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।
স্থানীয়রা পাহাড়ী বাঙ্গালী বাসিন্দারা এমন উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




