ফটিকছড়িতে যুবলীগ নেতাকে চুরির অপবাদ দেওয়ায় আত্মহত্যা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি ,চট্টগ্রাম :
ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে চুরির অপবাদ সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে ইউনিয়ন যুবলীগের ২ নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ( ৩২)।
১৫ আগস্ট ২০২২ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রফিকুল হেঁয়াকো বাংলাপাড়া এলাকার জনৈক জন্তর আলীর পুত্র।
জানা যায়, হেঁয়াকো বেক বাজার এলাকায় রফিক দীর্ঘদিন ধরে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ করে আসছিলেন। পাশের দোকানের একটি মোবাইল চুরির ঘটনায় ১৪ আগস্ট সকালে স্থানীয় প্রভাবশালীরা সালীস মীমাংসার নামে তাকে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কমলের ব্যবসায়ীক অফিসে আটকে রেখে নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে স্বজনরা উপস্থিত হয়ে রফিককে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ওই দিন বিকালে সবার অজান্তে বিষ পান করে সে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে ইউনিয়নের বালুটিলা বাজারে ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক দ্রুত চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। এ নিয়ে ঘটনার দিন রফিকের পরিবারের পক্ষ থেকে ভূজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে যুবলীগ নেতা কামরুজ্জামান কমলের বক্তব্য জানতে চাইলে তার অফিসে আটকে রাখার কথা অস্বীকার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, হেঁয়াকো এলাকায় রফিক নামে এক যুবককে আটক করে নির্যাতন করা হয়েছে মর্মে পরিবার থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। এখন ছেলেটি মারাই গেল। যার কারণে পুরো ঘটনাটি নতুন করে খতিয়ে দেখতে হবে।