ফটিকছড়িতে হালদার ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতা সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিনিধি,ফটিকছড়ি ,চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়িতে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
১১ জুলাই ২০২৫ ,শুক্রবার সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের কৈয়া, পুকিয়া, সিংহরিয়া সহ হালদার একাধিক ভাঙ্গন স্পট পরিদর্শনকালে বলেন- বিগত ফ্যাসিষ্ট আ.লীগের সরকারের আমলে হালদা নদীতে বেড়িবাঁধের নির্মানের নামে অর্থ লুটপাট করা হয়েছে । প্রকৃত এসব স্থানে উন্নয়ন হয়নি, বরংঞ্চ জলের টাকা জলেই গেছে ।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। পরে তিনি সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত তিন ভাইয়ের কবর জেয়ারত করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, ফরিদুল আলম, একেএম মহিউদ্দিন আজম তালুকদার, নাজিম উদ্দীন বাচ্চু, আবু আজম তালুকদার,জাহেদুল আলম, শাহ আলম তালুকদার, মো. আনোয়ার, আব্দুল আজিম, সোহেল মুন্সি, আহমদ রশিদ চৌধুরী, হাসানুর করিম, নাছির উদ্দীন, মোজাহারুল ইকবাল লাভলু প্রমূখ।