ফটিকছড়িতে এ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারন করে দিল উপজেলা প্রশাসন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম : ফটিকছড়িতে চট্টগ্রাম শহর গামী এম্বুলেন্সের ভাড়া নির্ধারন করে দিল উপজেলা প্রশাসন।
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপরে নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি -র সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয়ে জরুরী বৈঠকে ভাড়া নির্ধারণ করা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসিযুক্ত এম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮ টাকা। নন এসি ১ হাজার ৭শ টাকা। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে যেতে ২ হাজার ২ শত টাকা এবং নন এসি এম্বুলেন্সের ভাড়া ২ হাজার ১ শত টাকা নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন এম্বুলেন্স অতিরিক্ত ভাড়া দাবী করলে প্রশাসনকে অবহিত করতে অনুরোধ জানান নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি ।
এতে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাবিল চৌধুরী , স্থানীয় জনপ্রতিনিধি ও বেসরকারি ক্লিনিক মালিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ ।
উল্রেখ্য স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে রোগীদের অসহায়ত্ব পুজি করে এম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া আদায় করে রমরমা বানিজ্য করে আসছিল। সম্প্রতি বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে দ্রূত ব্যবস্থা নেন উপজেলা প্রশাসন।