Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ি রুখখ্যাং ক্যাফেতে কবি সাহিত্যিকদের নিয়ে সাংস্কৃতিক আড্ডা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি প্রতিনিধি : পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসবটিই বৈসাবি। করোনার লক ডাওনে আংশিক সমস্যা হলেও থেমে নেই উৎসবের আমেজ। বৈসাবি কে কেন্দ্র করে রুখখ্যাং ক্যাফে, পানছড়িতে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ৩ দিন ব্যাপি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ১১ এপ্রিল রবিবার বিকাল ৫ টা হতে রুখখ্যাং ক্যাফের আয়োজনে চাকমা,মারমা,ত্রিপুরা ও সাঁওতালদের গান, নৃত্য,বাংলা গান ও কবিতা আবৃতি পরিবেশন করা হয়।

অতিথি হিসেবে উপস্থিত থাকেন অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, পানছড়ি সরকারি ডিগ্রী কলেজ। কবি চিন্ময় চাকমা, গীতিকার, সুরকার ও গায়ক। কবি বিনয় বিকাশ তালুকদার,জুম্ম বগলক। অরুনাংকর চাকমা, উপজেলা কৃষি সহকারি অফিসার। ত্রিরতন চাকমা,প্রভাসক পানছড়ি সরকারি ডিগ্রী কলেজ।প্রদীপ চন্দ্র চাকমা,প্রধান শিক্ষক, পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় প্রমুখ।

অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বলেন,বৈসাবি উপলক্ষে আমরা স্বাস্থ্যবিধি মেনে কবি ও সাহিত্যিকদের নিয়ে এ আয়োজনটি করেছি।এ অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে আমরা আমাদের মন সতেজ,প্রফুল্ল ও সামাজিক বৈচিত্র তুলে ধরতে পারি।

Related Articles

Back to top button