Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ির সীমান্তে বিজিবি-র চিকিৎসা সেবা দান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি  :
জেলার পানছড়ির সিমান্তের দুর্গম এলাকায় ৩ বিজিবি-র চিকিৎসা সেবা সহ ঔষধ প্রধান করা হয়েছে।

 

০১ জুন ২০২৩ বৃহস্পতিবার লোগাং সীমান্ত সংলগ্ন শনখোলা বিওপি ক্যাম্প এলাকায় দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

 

লোগাং বিজিবি জোন (৩ বিজিবি ) এর সনখোলা বিওপিতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ মশিউর রহমান সীমান্ত সংলগ্ন শনখলা এলাকায় দু’শতাধিক শিশু -নারী পুরুষকে দিন ব্যাপী সেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পেইনে সেবা নিতে আসা ৭০ উর্ধ্ব বয়স্ক নিশি চাকমা, লাবনী চাকমা জানান, সদর হতে দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় অনেক সময় ইচ্ছা থাকা সত্বেও আমরা ডাক্তারের কাছে যেতে পারি না। অসুখ হলে বৈদ্য ও কবিরাজি ঔষধ একমাত্র ভরসা হয়। তাই দুর্গম এলাকায় নিয়মিত একটি ডাক্তার খানা হলে ভালো হতো। তারপরেও বিজিবি মাঝে মাঝে এসে চিকিৎসা সেবা দেয় । এভাবে সেবা পেয়ে আমরা বিজিবি কে কৃতজ্ঞতা জানাই।

 

এ সময় ৩ বিজিবির মেডিকেল এসিস্ট্যান্ট ও শনখলা বিওপির অফিসার ও সদস্য গন উপস্থিত থেকে সহযোগীতা করেন।

Related Articles

Check Also
Close
Back to top button