পানছড়িতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
নানা কর্মসূচীর মধ্য দিয়ে পানছড়িতে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে ।
১৭ মার্চ ২০২৪ ,শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মেমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
অপর দিকে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জাতির জনকের স্মৃতি চারন করে বক্তব্য শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রচনা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
এ সময় সহকারী কমিশনার ভূমি আহমেদ হাসান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম , বন কর্মকর্তা জাহিদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া , যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ , প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।