খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হলো পহেলা বৈশাখ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি , খাগড়াছড়ি  :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হলো বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

 

১৪ এপ্রিল ২০২৪ রবিবার সকালে উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে বাজনার তালে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে বর্ষবরন উৎযাপন করা হয়। এ সময় বিভিন্ন প্রতিযোগী বিজয়ীদের পুরস্কার বিতরন শেষে পান্তা খাওয়ার মাধমে সমাপ্তি ঘটে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রায় উপজেলার নির্বাহী অফিসার অনজন দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা ,থানা অফিসার ইনচার্জ শফিউল আজম, পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। একই সাথে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ছোট বড় সকলেই বিভিন্ন বাঙালির সাজের মাধ্যমে শোভাযাত্রাটি ছিল চোখে পড়ার মত।

Related Articles

Back to top button