পড়াশুনার প্রচুর সুযোগ রয়ে গেছে কিন্তুু মানসম্মত শিক্ষার অনেক অনেক অভাব রয়ে গেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ :
পড়াশুনার প্রচুর সুযোগ রয়ে গেছে কিন্তুু মানসম্মত শিক্ষার অনেক অনেক অভাব রয়ে গেছে। শিক্ষকের সংকট যেমন আছে, তেমনি শিক্ষকের মানের সংকটও আছে। সরকার অবকাঠামোগত দিক থেকে বিরাট সহযোগিতা দিয়েছে। সারা দেশে এখন ভাঙাচোরা শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া কঠিন। কিন্তু মানসম্পন্ন শিক্ষকের সংকট রয়ে গেছে।
১২ জানুয়ারী ২০২৫ ,রবিবার বিকালে সিরাজদিখানে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ সব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তবায়নে অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার জানান, এরকম কার্যক্রম দেখে আমি আনন্দিত। প্রত্যাশা থাকবে এভাবেই তরুণরা বিপ্লবী হয়ে আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবে। দক্ষতা অর্জন ছাড়া কেউ সামনের দিকে এগোতে পারে না। তাই বই পড়ার মাধ্যমে যুব সমাজকে জ্ঞানের পরিধি সমৃদ্ধ করে দক্ষতা উন্নয়নের আহবান জানান।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রসময় কীর্ত্তনীয়া বক্তব্য রাখেন।