Breakingজাতীয়সারাদেশ

নাসির নগর হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

 

 

৭ ডিসেম্বর ২০২৫ ,রবিবার সকালে হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিন।

 

 

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, স্মৃতিচারণ করেন আব্দুল বাক্কী, রাফিজ মিয়া, আব্দুল মোত্তালিব।

 

বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, আজিজুর রহমান চৌধুরী, এনসিপি নেতা হাফিজ উদ্দিন, ইউপি সদস্য আজদু মিয়া, বেগম মোর্শেদ কামাল।

 

 

১৯৭১-এর ৭ ডিসেম্বর মুক্তিপাগল জনতা ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা নাসির নগর থেকে পাক-হানাদার দের বিতাড়িত করেন। হানাদার মুক্ত করে এই দিনে নাসির নগরের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। নাসির নগরের ইতিহাসে এই দিনটি বিশেষ স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৫ নভেম্বর পাক হানাদার বাহিনী উপজেলার বেশ কিছু গ্রামে অগ্নিসংযোগ, লুটপাটসহ নারকীয় তান্ডব চালায়। মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা পাক-বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে অবশেষে ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা এলাকায় ঢুকতে থাকে। মুক্তির উল্লাসে মেতে উঠে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীরা এগিয়ে যায় সামনের দিকে, পিছু হটে হানাদার বাহিনী।

 

 

নাসিরনগর থানা অভ্যন্তরে (পুলিশ স্টেশন) স্বাধীন বাংলার আকাশে লাল সবুজের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনে নাসির নগরকে পাক-হানাদার মুক্ত করেন।

Related Articles

Back to top button