পার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ
নানিয়ারচরে আশিকার আন্তর্জাতিক নারী দিবস’ পালন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, নানিয়ারচর, রাঙ্গামাটি :
“নারীর সম অধিকার, সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য নিয়ে, আশিকা ডেভলপমেন্ট এসোসিয়েটস ক্রীড়া প্রকল্পের আয়োজনে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপিত হয়েছে।
৮ ই মার্চ ২০২৪ শুক্রবার বেলা ১১ টায় কিশোরীদের সাইকেল প্রতিযোগিতা ও পুরুষ ,নারী ও সিএজি গ্রুপের সদস্যদের নিয়ে ঘিলাছড়ি বাজারের একটি মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিল ইউপি সদস্য উত্তম প্রিয় চাকমা,আশিকা প্রকল্প কর্মকর্তা মিতু চাকমা, স্থানীয় হেডম্যান কারবারি, সুশিল সমাজের প্রতিনিধি সহ শতাধীক নারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে সাইকেল প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।