Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ সুপারি উদ্ধার
নাইক্ষ্যংছড়ি , বান্দরবান:
জেলার নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্ত থেকে বিপুল পরিমাণ বার্মিজ সুপারি উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
৮ জুন ২০২৩ বৃহস্পতিবার বিকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তে রাবার বাগান নামক এলাকা থেকে মালিক বিহীন ৩ শত ৬০ কেজি বার্মিজ সুপারি উদ্দার করেছে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন (বিজিবি)।
সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ১১,বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বিওপির জোয়ানেরা সীমান্তের ৪৯ পিলারের কাছাকাছি জিরো লাইন এলাকায় নিয়মিত টহল দিতে গিয়ে দেশের অভ্যান্তরে রাবার বাগান নামক স্থান হতে মালিক বিহীন ৩ শত ৬০ কেজি বার্মিজ সুপারি উদ্ধার করে।
১১ বিজিবি সুত্র জানায় , উদ্ধারকৃত বার্মিজ সুপারি ব্যাটালিয়নে হেফাজত ও মামলার প্রক্রিয়াধীন রয়েছে ।