দীঘিনালায় যানজট নিরসনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ট্রাফিক সেবা প্রদান

ওসমান গনি, দীঘিনালা, খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালায় যানজট নিরসনে ও সাধারণ মানুষের সুবিধার্থে স্বেচ্ছায় ট্রাফিক সেবা প্রদান করেছেন দীঘিনালা উপজেলা বিএনপি’র তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদল।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় যুবদল স্বেচ্ছা সেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা বোয়ালখালী নতুন বাজার সাপ্তাহিক হাটের দিন ট্রাফিক সেবা দেয়। দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজের নিচে উপজেলা যুবদল এবং বোয়ালখালী গরু বাজার এলাকাতে উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং দীঘিনালা লংগদু সড়কে উপজেলা ছাত্রদল ট্রাফিক সেবা এবং যানজট নিরসনের কাজ করেন।
১২ জুলাই ২০২৫ ,শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ট্রাফিক সেবা এবং যানজট নিরসনের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি শান্তি প্রিয় চাকমা এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন যুগ্ম সম্পাদক কাজী হাবিবুল্লাহ রানা।
এ সময় দীঘিনালা উপজেলা যুবদলের আহবায়ক মোতালেব হোসেন বলেন,নিরাপদ সড়ক ও সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে আমরা দীঘিনালা উপজেলা যুবদল সব সময় কাজ করে যাব।
এ সময় দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি বলেন, যানজটের কারণে সাজেকের ব্যস্ততম সড়ক বোয়াল খালী গরু হতে দীঘিনালা ডিগ্রী কলেজ পর্যন্ত প্রচুর যানজটের সৃষ্টি হয়। এই সমস্যা নিরসনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় আমাদের নেতাকর্মীরা স্বেচ্ছায় ট্রাফিক সেবা এবং যানজট নিরসনে কাজ করে যাবে।
অপরদিকে দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন বলেন, আমরা দীঘিনালা উপজেলা ছাত্রদল সব সময় জনগণের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।