Breakingদুর্ঘটনাপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচির শংঙ্খ নদীতে ডুবে ২য় শ্রেনির শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান:
বান্দরবানের থানচির শংঙ্খ নদীর পানিতে ডুবে ২য় শ্রেনির শিক্ষার্থী মারা যায়। গত ২২ শে জানুয়ারি ২০২৫ -এ আগুনে পুরে গিয়েছিলো ঐ শিক্ষার্থীর ঘরবাড়ী। দুইটি ঘটনাকে কেন্দ্র করে রুমা ও থানচি দুই উপজেলা ডাকছৈ পাড়া এবং কোওয়াসে পাড়ার মধ্যে শোকের ছায়া পড়েছে।

 

১৫ ফেব্রুয়ারী ২০২৫,শনিবার বিকালে সহপাঠিদের নিয়ে শংঙ্খ নদীতে গোসল করার সময় নদীতে ডুবে মারা যায় এক শিক্ষার্থী। স্থানীয়রা শিশুটি মরদেহ শংঙ্খ নদী থেকে উদ্ধার করে। মৃত উশৈমং মারমা (৮) রুমা উপজেলা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে কোওয়াসে পাড়া বাসিন্দা উসিং মারমা এর সন্তান। সে বলিপাড়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনির ছাত্র।

 

দাকছৈ পাড়া বাসিন্দা মংপ্রু হেডম্যান বলেন, গত ২২শে জানুয়ারি দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুটির পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। মৃতের পিতা মাতা নিরুপায় হয়ে তারই বড় ভাই আমাদের গ্রামের বিহারের ভান্তের কাছে ছেলেটাকে লেখা পড়া করার জন্য রেখে যায়।

 

বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, আমরা থানচি থানা এবং শিশুটির পিতা- মাতাকে মুঠোফোনে জানাই। শিশুটি অভিবাবক পৌছলে পরিবারের নিকট পুলিশের উপস্থিতিতে তার মৃতদেহ হস্তান্তর করা হবে। ২ উপজেলার ২ গ্রামের মধ্যে গভীর শোকের ছায়া নেমে পড়েছে সেটি উপলব্ধি করতে পারছি।

 

উল্লেখ্য যে, গত ২২শে জানুয়ারি ২০২৫ দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রুমা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কোওয়াসে পাড়ার দুই পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

Related Articles

Back to top button