থানচিতে ভয়াবহ আগ্নিকান্ডে বসত ঘর পুরে ছাই

স্টাফ রিপোর্টার ,থানচি,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের দুর্গম ক্যচু পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে সাউচিং মারমার মাঁচান ঘর পুরে ছাই।
১৪ মার্চ ২০২৫ ,শুক্রবার সকাল ৭ টায় রান্না ঘরের চুলা আগুন থেকে আগুনের সূত্রপাঠ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে ক্যচু পাড়া গ্রামে ওয়ার্ড মেম্বার মংসিংনু মারমা জানিয়েছেন । ঘরের বিভিন্ন মালামাল ধান,চাল সহ ৫ লক্ষাধিক ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা করেন। গ্রামে ১২০ পরিবারের সবাই উপস্থিত থাকায় বেশী জনবলের কারনে অন্য ঘরবাড়ীতে ছড়িয়ে পড়ার আগেই বালি মেরে আগুন নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ একই সময়ের বিধবা খ্যাইংহ্লাচিং মারমা (৬২) ঘর সহ তিনটি ঘরের অগ্নিকান্ডে ক্ষত বিক্ষত শেষ না হতে ফের ৭ মাসের মাথায় আরোও ১ টি ঘর পুড়ে যাওয়া পিছনের আগুনের ব্যবহারের উপর অসতর্কতাকে দাবী ওয়ার্ড মেম্বার।
বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকান্ডে ঘটনা ওয়ার্ড মেম্বার মংসিংনু মারমা মাধ্যমে জানতে পেরেছি। তবে শুকনো মৌসুমে আগুন ব্যবহারের উপর গভীর সতর্কতা অবলম্বন করা হলে ও গ্রামে কয়েকটি ঘরবাড়ীর মালিকরা অসতর্ক কারনে এ অবস্থা সৃস্টি হয়েছে। এ বিষয়ের আমি মুঠোফোনে উপজেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছি।
দুর্গম গ্রামে যোগাযোগের সড়ক না থাকায় ফায়ার ডিফেন্স যাওয়া সম্ভব নয় বলে জানান, উপজেলা ফায়ার স্টেশনের কর্মকর্তা রহিদুল রহমান মৃধা।