Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রামগড় বিজিবি

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
জেলার রামগড়ে টানা বৃষ্টিতে ভারত থেকে আসা সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

 

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজ শনিবার দিনব্যাপী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এ সব ত্রাণ, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

 

রামগড় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আকষ্মিক সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় সর্বমোট ২২৫ টি পরিবারের মাঝে আজ ত্রাণ সামগ্রী (নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী-১২৫ এবং শুকনো খাবার-১০০) বিতরণ করা হয়েছে। এছাড়াও, বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ জন গরীব ও অসহায় বন্যা কবলিত মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার মেজর নূর হোসেন স্বাস্থ্য সেবা ক্যাম্পটি পরিচালনা করেন।

 

বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছে, ৪৩ বিজিবি কর্তৃক বন্যা কবলিত এলাকায় বসবাসরত জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শুকনো খাবার, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button