Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ির প্রবীণ সাংবাদিক ওমর ফারুক শামীমের চির বিদায়

শোক ও সমবেদনায় দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, প্রবীণ সাংবাদিক ওমর ফারুক শামীম গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ৫০ বছর। তিনি স্ত্রী-সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

২০ জানুয়ারি ২০২৪ শনিবার সকালে তাঁর মরদেহ রাজধানী ঢাকা থেকে খাগড়াছড়ি পৌঁছায়। দুপুরের দিকে খাগড়াছড়ি প্রেস ক্লাবে শ্রদ্ধা জানানো হয়। পরে বাদ যোহরের পর কোর্ট বিল্ডিং সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর কেন্দ্রীয় কবর স্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

 

প্রবীণ সাংবাদিক ওমর ফারুক শামীম মৃত্যুতে পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার , চেঙ্গী দর্পন পরিবার সহ রাজনীতির অন্যান্য নেতৃবৃন্দরা তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।

এদিকে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর পক্ষে সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের পক্ষে জীতেন বড়ুয়া, পানছড়ি প্রেসক্লাবের পক্ষে জয়নাথ দেব , জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সর্বস্থরের নেতৃবৃন্দরা শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে। পাশাপাশি মরহুমের আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

জানা যায়, প্রবীণ সাংবাদিক ওমর ফারুক শামীম এক সময় দৈনিক ভোরের কাগজের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি পরে প্রতিদিনের সংবাদ, বাংলাদেশের খবর, জাগরণ, দিন পরিবর্তন, ভোরের আকাশ, বাংলাদেশ বুলেটিন সহ বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি সংবাদ প্রকাশের বার্তা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে ) , বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য। খাগড়াছড়ি প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি।

Related Articles

Back to top button